Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
গোপীনাথপুর মাধ্যমিক বিদ্যালয়
Details

বিদ্যালয়টি ১০.৩২ একর জায়গার উপর প্রতিষ্ঠিত। মূল ভবনটি Uআকৃতির আঁধা পাকা টিন সেড। এছাড়া রয়েছে বিজ্ঞানাগার,ছাত্রাবাস,মস্জিদ ও প্রধান শিক্ষাকের বাসভবন। ভবন সমূহের মোট কক্ষ সংখ্যা ২৪ টি। যেখানে শ্রেণী কার্যক্রম ছাড়াও রয়েছে প্রধান শিক্ষকের কক্ষ, শিক্ষক বিশ্রামাগার,ছাত্র-ছাত্রীদের কমন রম্নম। কমন রম্নমে রয়েছে প্রয়োজনীয় সংখ্যক খেলার সামগ্রী। বিদ্যালয়ে আরও রয়েছে গ্রন্থাগার, কম্পিউটার,খেলার মাঠ,পুকুর ও অগনিত ফলজ ও বনজ বৃক্ষ। প্রতিটি কক্ষে রয়েছে পর্যাপ্ত পরিমাণ আসবাবপত্রের ব্যবস্থা। সব মিলে উক্ত বিদ্যালয়টি মনোরম পরিবেশে শিক্ষার্থীদের যুগোপযোগী  পাটদান করে আপন মহিমায় গৌরাম্বিত।