বিদ্যালয়টি ১০.৩২ একর জায়গার উপর প্রতিষ্ঠিত। মূল ভবনটি Uআকৃতির আঁধা পাকা টিন সেড। এছাড়া রয়েছে বিজ্ঞানাগার,ছাত্রাবাস,মস্জিদ ও প্রধান শিক্ষাকের বাসভবন। ভবন সমূহের মোট কক্ষ সংখ্যা ২৪ টি। যেখানে শ্রেণী কার্যক্রম ছাড়াও রয়েছে প্রধান শিক্ষকের কক্ষ, শিক্ষক বিশ্রামাগার,ছাত্র-ছাত্রীদের কমন রম্নম। কমন রম্নমে রয়েছে প্রয়োজনীয় সংখ্যক খেলার সামগ্রী। বিদ্যালয়ে আরও রয়েছে গ্রন্থাগার, কম্পিউটার,খেলার মাঠ,পুকুর ও অগনিত ফলজ ও বনজ বৃক্ষ। প্রতিটি কক্ষে রয়েছে পর্যাপ্ত পরিমাণ আসবাবপত্রের ব্যবস্থা। সব মিলে উক্ত বিদ্যালয়টি মনোরম পরিবেশে শিক্ষার্থীদের যুগোপযোগী পাটদান করে আপন মহিমায় গৌরাম্বিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস